তোমাকে চাই জীবনের প্রতিটি ছন্দে,

নিশীথ রাতের মৃদু চাঁদে,

তুমি যেন স্বপ্নের আলোর রেখা,

যা অন্ধকারেও পথ দেখাবে।


তোমাকে খুঁজি বাতাসের স্নিগ্ধতায়,

ফুলের সুবাসে, বৃষ্টির গন্ধে,

তুমি যদি হও রোদের উষ্ণতা,

আমি হবো ছায়া তোমার প্রান্তে।


তোমাকে চাই হৃদয়ের গভীরে,

সকল ব্যথার আশ্রয় হয়ে,

তুমি যদি হও আমার দুঃখের সুর,

আমি হবো তোমারই বেহালা বয়ে।


তোমাকে চাই দিগন্তের পারে,

যেখানে মেলে না কোনো বাধা,

যেখানে ভালোবাসা অবিনশ্বর,

আর মৃত্যু শুধু এক সীমানা।


তোমাকে পাবো চিরন্তন পথে,

যেখানে সময় হারিয়ে যায়,

এই জীবনে যদি না পাইও তোমায়,

পরকালেও তোমার প্রতীক্ষায়।